টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় আটোচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চালক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে সিএনজিচালক ওয়াজেদ মিয়া (৪০) ও যাত্রী একই উপজেলার পরগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ছাত্তারকান্দি এলাকায় পৌঁছালে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামের বাস অটোরিকশাকে চাপা দেয়। এ সময় বাস ও অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোচালকসহ ছয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ও একজনকে জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন জানান, বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।