হোম > সারা দেশ > ঢাকা

জন্ম নিবন্ধনে ভোগান্তি, মানুষের গালি খেতে হয়: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জন্ম ও মৃত্যু নিবন্ধনে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এতে সিটি করপোরেশনকে গালি খেতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘তারা অভিযোগ করেন, যখনই জন্ম নিবন্ধনের কোনো কাজের জন্য যাচ্ছেন তখনই বলা হচ্ছে সার্ভার ডাউন। ফলে গালি খেতে হচ্ছে সিটি করপোরেশনকে।’

শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেজিস্ট্রার জেনারেলকে উদ্দেশ্য করে ডিএনসিসি মেয়র বলেন, ‘রেজিস্ট্রার জেনারেল সাহেব আপনি স্বীকার করুন যে আমাদের সমস্যা আছে। আপনার কথায় সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কেন এত সমস্যা? আপনারা সার্ভারের ক্যাপাসিটি বাড়ান।’

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘প্রতিদিন বহু মানুষ আমাদের কাছে তাদের ভোগান্তির কথা জানাচ্ছে। এখানে বললেন সার্ভার নাকি ঠিকঠাক কাজ করছে। যেটা সত্য সেটা বলতে হবে। গালি খেতে হচ্ছে আমাদের। পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলেও হচ্ছে না। আমরা কেন বদনাম নেব। আপনারা না পারলে আমাদের ক্ষমতা দিন, আমরা করব। সেটিও করবেন না, আমরা গালি খাব সেটি হবে না।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘সার্ভার সমস্যার অভিযোগ আমাদের কাছে আসছে। শিগগিরই সভা করে এ সমস্যা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য