হোম > সারা দেশ > শরীয়তপুর

জাজিরায় বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও নিহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁদেরই এক মেয়ে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ওই গ্রামের মৃত নাজিমুদ্দিন মল্লিকের ছেলে আজিজুল মল্লিক (৫০) ও তাঁর স্ত্রী নিলুফা বেগম (৪৫)।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন নিলুফা বেগম। আজিজুল মল্লিক তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল হক মল্লিক বলেন, ‘নিহত আজিজুল মল্লিক আমার প্রতিবেশী। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর ছয় মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলে সবার ছোট। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। গতকাল শনিবার রাতে স্ত্রী নিলুফা বেগম বিদ্যুতায়িত হলে আজিজুল মল্লিক তাঁকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়। এ সময় বাবা-মাকে বাঁচাতে সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়ে সিনথিয়া তাদের ধরতে গেলে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়।’

ইউপি সদস্য আরও বলেন, খবর পেয়ে স্থানীয়রা গিয়ে বিদ্যুতের সুইচ বন্ধ করে মেয়েসহ তাঁদের দুজনকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন। তাঁদের মেয়ে সিনথিয়ার অবস্থা এখন কিছুটা স্বাভাবিক। আজ সকালে বাড়ির পাশে স্বামী-স্ত্রীর লাশ দাফন করা হয়েছে।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন