Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জাজিরায় বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও নিহত

শরীয়তপুর প্রতিনিধি

জাজিরায় বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও নিহত

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুতায়িত স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তাঁদেরই এক মেয়ে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের মান্নান মল্লিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ওই গ্রামের মৃত নাজিমুদ্দিন মল্লিকের ছেলে আজিজুল মল্লিক (৫০) ও তাঁর স্ত্রী নিলুফা বেগম (৪৫)।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন নিলুফা বেগম। আজিজুল মল্লিক তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল হক মল্লিক বলেন, ‘নিহত আজিজুল মল্লিক আমার প্রতিবেশী। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর ছয় মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলে সবার ছোট। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। গতকাল শনিবার রাতে স্ত্রী নিলুফা বেগম বিদ্যুতায়িত হলে আজিজুল মল্লিক তাঁকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়। এ সময় বাবা-মাকে বাঁচাতে সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়ে সিনথিয়া তাদের ধরতে গেলে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়।’

ইউপি সদস্য আরও বলেন, খবর পেয়ে স্থানীয়রা গিয়ে বিদ্যুতের সুইচ বন্ধ করে মেয়েসহ তাঁদের দুজনকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন। তাঁদের মেয়ে সিনথিয়ার অবস্থা এখন কিছুটা স্বাভাবিক। আজ সকালে বাড়ির পাশে স্বামী-স্ত্রীর লাশ দাফন করা হয়েছে।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন