শ্রীপুরে রেললাইনের পাশে পড়ে আছে অজ্ঞাতপরিচয় এক যুবকের পা বিচ্ছিন্ন মৃতদেহ। রাতের কোনো এক সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের রেললাইনের পাশে এই পা বিচ্ছিন্ন মৃতদেহটি দেখতে পেয়ে শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টারকে খবর দেন।
শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানানোর পরপরই রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। কখন কোন ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে, সে বিষয়ে আমি কিছু জানতে পারিনি।’
স্থানীয় বাসিন্দা জুবায়ের হোসেন বলেন, ‘রাতের কোনো এক সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হতে পারে। আজ সকালে স্থানীয় কয়েকজন এসে পা বিচ্ছিন্ন ওই যুবকের মৃতদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে। লোকটিকে আমাদের এলাকায় কেউ চিনতে পারছে না।’
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘রেললাইনের পাশে মৃতদেহ পড়ে আছে এমন খবর পেয়েছি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে রওনা হব।’