স্থায়ী অবকাঠামো নির্মাণের নিয়ম না থাকলেও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা বাজারে লিজ নেওয়া জমিতে চলছে পাকা ভবন নির্মাণের কাজ। গত দুই মাস ধরে বহুতল ভবন নির্মাণের কাজ অব্যাহত থাকলেও জানেন না স্থানীয় প্রশাসন।
বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ নেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ভবন নির্মাণকারী ব্যক্তি স্বীকার করেছেন লিজ নেওয়া সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ করা বেআইনি।
জমি দখল করে কাজ করা আমির হোসেন সরদার ওরফে আমির ডিলার বলেন, স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়টি মৌখিকভাবে উপজেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভেদরগঞ্জ বাজারের ৪৪ নম্বর গৈড্যা মৌজার, ১ নম্বর খাস খতিয়ানে বাংলা ১৪২৪ সালে আমির ডিলারকে ওই ৬ শতাংশ জমিটি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু পরে বছর ১৪২৫,১৪২৬ ও ১৪২৭ সালে লিজ আর নবায়ন করা হয়নি। চলতি ১৪২৮ সালে তাঁকে লিজ প্রদান করেনি জেলা প্রশাসক। এভাবেই সরকারি জমি লিজের দেওয়ার মাধ্যমে সরকার প্রতি বছর রাজস্ব আদায় করে থাকে। অথচ আগে থেকে দখল করা ওই জমিটিতে তিনি আধুনিক মডেলের দ্বিতল ভবন তৈরি করে জায়গাটি দখল করেছেন।
বেআইনিভাবে কেন এ কাজ করছেন জানতে চাইলে আমির ডিলার বলেন, এটি উপজেলার ভূমি অফিসের সবাই জানেন। এখন পর্যন্ত অনেক মিডিয়া ও ভূমির লোকজন এসেছে কিন্তু কেউ কোনো সমস্যার কথা বলে নাই।
রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহালম বলেন, `ভবন নির্মাণের কথা শুনে আমি ৫ / ৬ দিন গিয়ে কাজ বন্ধ করতে বলে আসছি। সরকারি খাস জমি লিজ নিয়ে স্থাপনা তৈরি করার কোনো বিধান নেই। বিষয়টি নিয়ে এসিল্যান্ড স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান বলেন, সরকার থেকে লিজ নেওয়া জমিতে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।