হোম > সারা দেশ > ঢাকা

যানজট নিরসনে রাজধানীর আবদুল্লাহপুরে অভিযান, শতাধিক দোকানপাট উচ্ছেদ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে যানজট নিরসনে সকাল-সন্ধ্যা অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক পুলিশ। গতকাল বুধবারের এ অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।

উত্তরার আবদুল্লাহপুর মোড়, আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের মাছের আড়ত, আবদুল্লাহপুর বেড়িবাঁধ, টঙ্গী ব্রিজ এলাকায় গতকাল বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. ইব্রাহিম। এ সময় আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. সালাহ উদ্দীন প্রধানসহ অন্য ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহপুরের টিআই মো. সালাহ উদ্দীন প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়ক ও আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কিছু ভ্যান আটক করে রেকার বিল করা হয়েছে। এসব দোকানের মধ্যে অর্ধশতাধিক টং দোকান, ১২-১৩টি অবৈধ কাউন্টার, ভ্যানের বিভিন্ন কাপড়, জুতার ২০-২৫টি দোকান রয়েছে।’

ফুটপাতের দোকানিদের হুঁশিয়ারি দিয়ে সালাহ উদ্দীন বলেন, ‘মহাসড়কে যানজন সৃষ্টি করে অবৈধভাবে দোকানপাট করার সুযোগ নেই। কেউ যদি করে বা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩