হোম > সারা দেশ > ঢাকা

ডা. ঈশিতাকে খালাস, মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের মামলায় এক বছরের সাজা থেকে খালাস পেয়েছেন ডাক্তার ইশরাত রফিক ওরফে ঈশিতা। তাঁর করা আপিল মঞ্জুর করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ এই রায় দেন।

আজ বুধবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। গত বছরের ২০ সেপ্টেম্বর সাইবার ঢাকার ট্রাইব্যুনাল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঈশিতাকে এক বছরের সাজা দেন। পরে ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।

হাইকোর্টের রায়ে বলা হয়, ইশরাত রফিক ওরফে ঈশিতাকে এই মামলার অভিযোগ প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই অভিযোগের দায় থেকে তাঁকে বেকসুর খালাস দেওয়া হলো। রায়ের অনুলিপি প্রাপ্তির তিন মাসের মধ্যে মিথ্যা মামলা দায়েরের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে তদন্ত করে আইনানুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিয়ে জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‍্যাবের বিরুদ্ধে সম্প্রতি গুমের অভিযোগ করেছেন চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা। ২০২১ সালের জুলাই মাসে র‍্যাবের ছয় সদস্য তাঁকে গুম করে বলে ওই অভিযোগে উল্লেখ করেন তিনি। ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, ডাক্তার ইসরাত রফিক ঈশিতাকে ২০২১ সালের ২৮ জুলাই তাঁর কাফরুলের বাসা থেকে র‍্যাব সদস্যরা ধরে নিয়ে যায়। পাঁচ দিন গুম রাখার পর ১ আগস্ট তাঁকে র‍্যাব মিডিয়ার সামনে উপস্থাপন করে। ২ আগস্ট তাঁকে তিনটি মামলাসহ আদালতে উপস্থাপন করে। আর ওই পাঁচ দিন তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়। ভুয়া ডাক্তার হিসেবে উপস্থাপন করা হয় তাঁকে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য