নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৮ অক্টোবর দলের মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা ১৬ মামলায় বিএনপির আট আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের মধ্যে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমও রয়েছেন।
আজ রোববার বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ তাদের আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দেন।
জামিন পাওয়া অন্যরা হলেন– নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আইনজীবী রুনা লায়লা, আনোয়ার হোসেন প্রধান, রাকিবুর রহমান সাগর, মোহাম্মদ সারোয়ার হোসেন সাকিফ, মাসুম খান রাজেশ ও মোহাম্মদ আলম খান।
আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমান।