Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল প্লাজায় আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল প্লাজায় আগুন

মানিকগঞ্জের সিঙ্গাইরে কালীগঙ্গা নদীর ওপর ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কওমি ছাত্র পরিষদ ও স্থানীয় জনতা এই কর্মসূচি পালন করে।

এদিকে সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা ঢাকার সাভার উপজেলার তেতুলঝোড়া এলাকায় হেমায়েতপুরে ভাষা শহীদ রফিক টোল প্লাজা ভাঙচুরসহ চারটি বক্সে আগুন ধরিয়ে দেয়। এ সময় মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে ছাত্র-জনতা যান চলাচলের ব্যবস্থা করে।

এদিকে টোল প্লাজার কাছেই পুলিশ ফাঁড়ি থাকলেও পরিস্থিতি মোকাবিলায় তারা নীরব ভূমিকা পালন করে।

মানিকগঞ্জে সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ভাঙচুর। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, কালীগঙ্গা নদীর ওপর স্থাপিত সেতুর টোল প্লাজাটি ঢাকার সাভারে পড়েছে। সেখানে সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল