হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইলে ট্রাকচাপায় নিহত ১, আহত ৫

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। আজ মঙ্গলবার সকালে ঘাটাইল-ভূঞাপুর সড়কে উপজেলার পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ উদ্দিন।

নিহত শ্রমিকের নাম সোহাগ মিয়া (২৫)। তিনি বাক্‌প্রতিবন্ধী এবং উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। আহতরা হলেন হাকিম উদ্দিন (৩৫), আরশেদ আলী (৫৫), রিপন মিয়া (৩৫), আব্দুল বাছেদ (৩৫) ও আনোয়ার হোসেন (৫২)। আহত সবার বাড়িও উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামে। আহতরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল নয়টায় ছয়জন নির্মাণশ্রমিক কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে ভ্যানে ঘাটাইলে যাচ্ছিলেন। ঘাটাইল-ভূঞাপুর সড়কের ঘাটাইল পশ্চিমপাড়া এলাকার পৌঁছালে একটি বালুভর্তি ডাম্প ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগ মিয়া মারা যান। এ ঘটনায় ভ্যানের অপর পাঁচজন যাত্রী আহত হন। 

ঘাটাইল থানার এসআই মো. হাফিজ উদ্দিন জানান, মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি