Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জাহাঙ্গীরনগরের ভর্তি পদ্ধতি সংস্কারের দাবি

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগরের ভর্তি পদ্ধতি সংস্কারের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিল করে এক প্রশ্নপত্র ও এক মেধাতালিকায় মূল্যায়নের দাবি জানানো হয়। 

আজ বুধবার বিকেলে নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শাখা ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা। এ সময় ভর্তি আবেদন ফি কমানোর দাবি তোলেন বিক্ষুব্ধরা। 

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখন শিক্ষা কার্যক্রম বাদ রেখে ভূমি দখলসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। একটা দেশের শিক্ষাব্যবস্থায় এই অবস্থা হলে দেশটা কোন দিকে যাচ্ছে আমাদের বলার অপেক্ষা রাখে না।’ 

শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘এই প্রশাসন মুনাফার খায়েশ মেটানোর জন্য শিফট বৈষম্য টিকিয়ে রাখে এবং প্রতি বছর ভর্তির ফরমের দাম বৃদ্ধি করে। সারা দেশে এখন মন্দা, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। এই অবস্থায় যদি ফরমের দাম বৃদ্ধি করা হয় তাহলে একজন দিনমজুরের সন্তানের সম্ভাবনা নষ্ট করে দেওয়া হবে। শিফট পদ্ধতি এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি এর দাম বৃদ্ধির যে সংস্কৃতি তা ভেঙে দিতে হবে।’

কেউ করছেন বাজার যাচাই কারও কেনাকাটা প্রায় শেষ

অস্বস্তি আর ভয়ের ছায়া উন্মুক্ত স্থানগুলোতে

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গণপিটুনি

যৌন হেনস্তার শিকার শিক্ষার্থীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য

শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

একসঙ্গে সংসদ ও গণপরিষদ নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যের সম্ভাবনা নাকচ করল বিএনপি

লালবাগে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন