বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় রাজধানীর মিরপুর থানায় করা দুই মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, মিরপুর থানার দুটি হত্যাচেষ্টা মামলা ছিল। তাঁর বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। সব কটি মামলা বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায়। এর মধ্যে দুটি হত্যা ও চারটি হত্যাচেষ্টার অভিযোগ।
আইনজীবী লিটন বলেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ছয়টি মামলার মধ্যে মিরপুর থানার দুটি ছাড়াও রাজধানীর আদাবরে একটি, খিলগাঁও থানায় একটি, সিলেটের চুনারুঘাটে একটি এবং ঢাকার আদালতে একটি মামলা করা হয়।