Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটিতে নারী দিবস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটিতে নারী দিবস উদ্‌যাপন

‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যকে ধারণ করে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উইমেন্স এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। কেক কেটে দিনটি উদ্‌যাপন করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতিগত উন্নয়নে শুধু পুরুষ নয়, নারীর ভূমিকাও আজ সমানে সমান। এ ছাড়া বাংলাদেশের নারীদের সাফল্যও আজ বিশ্বব্যাপী সমাদৃত। রাজনীতি, অর্থনীতি, কূটনীতি শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তাসহ সমাজের এমন কোনো স্তর নেই, যেখানে নারীদের সরব উপস্থিত নেই। 

তাঁরা আরও বলেন, নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীরা যত বেশি শিক্ষিত হবে, সমাজব্যবস্থা তত দ্রুত এগিয়ে যাবে। এ সময় বক্তারা নারীর অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল স্টাডিজের ডিরেক্টর ড. সিরাজুম মুনীরাসহ আরও অনেকে।

বিএনপিতে ফেরার আবেদন নৌকার চেয়ারম্যান সেন্টুর

রোজার শুরুতেই চকের ইফতারি কিনতে ভিড়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

সালিসে ‘পক্ষপাতিত্ব’: মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ ২ ভাই গ্রেপ্তার

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এক সপ্তাহেও কোনো গ্রেপ্তার নেই

সৌদিগামী ছেলেকে বিদায় দিতে হোটেলে উঠেছিলেন মিরন, আগুন কেড়ে নিল প্রাণ

অতিরিক্ত ধোঁয়ার কারণে ৪ জনের মৃত্যু হয়েছে: ফায়ার সার্ভিস

দুর্নীতির মামলায় খালাস পেলেন সম্পাদক মাহমুদুর রহমান