হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসকের বিরুদ্ধে বাজিতপুরে শ্লীলতাহানির অভিযোগ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিন। ছবি: সংগৃহীত

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিনের বিরুদ্ধে আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর থানায় অভিযোগ দিয়েছেন এক নারী। এতে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক। রুহুল আমিন সেখানে একটি ক্লিনিকে সপ্তাহে দুই দিন রোগী দেখেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতি ও শুক্রবার ওই ক্লিনিকে রোগী দেখেন রুহুল আমিন। এ জন্য ওই ভবনে রাত্রিযাপন করতেন তিনি। ওই ভবনের কিছু অংশ আবাসিক হিসেবেও ব্যবহৃত হয়। একপর্যায়ে একটি বাসার ওই তরুণীকে কুপ্রস্তাব দেন ওই চিকিৎসক। একপর্যায়ে তাঁকে শ্লীলতাহানি করেন।

এ বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন অভিযোগ অস্বীকার করেন এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন অভিজিৎ শর্মা বলেন, ‘ভুক্তভোগীর সুবিচার পাওয়ার জন্য আমার পক্ষে যা সম্ভব সবটুকু করব।’

এ বিষয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ওয়াদুদ চৌধুরী বলেন, রুহুল আমিনের বিষয়টি তাঁর একান্তই ব্যক্তিগত।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল