কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া (৩৫) আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের মো. তৈয়ব উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার এবং দুপুরে তাঁর দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার ঝুমুরকে (৩০) আটক করে পুলিশ।
কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, শাহিনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তিনি কীভাবে মারা গেলেন।