হোম > সারা দেশ > ঢাকা

ভারত ভিসা দেবে কি না, সেটা তাদের বিষয়: উপদেষ্টা হাসান আরিফ

গাজীপুর প্রতিনিধি

ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’

শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে নবনির্মিত ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে হাসান আরিফ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান, সৌদি আরব থেকে আগত ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু এবং সৌদি আরবের রিয়াদের ওয়ামি প্রধান কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর ফয়সাল সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের।

কালিয়াকৈরের সফিপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া সাত একর জমিতে ওয়ামি কমপ্লেক্স নির্মিত হয়। ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ-ওয়ামি হলো সৌদিভিত্তিক একটি আন্তর্জাতিক দাতা সংস্থা।

কমপ্লেক্স ভবনে রয়েছে দোতলাবিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, একটি ক্যাডেট মাদ্রাসা, একটি নুরানি, হিফজ মাদ্রাসাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।

উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেন, অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ জন্য তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সৌদি রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

ওয়ামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে মানব কল্যাণে পৃথিবীব্যাপি ওয়ামি’র নানাবিধ কর্মসূচি তুলে ধরেন। এ ক্ষেত্রে রাজকীয় সৌদি সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডে রাজকীয় সৌদি সরকারের পাশাপাশি ওয়ামি পূর্বের চেয়ে আরো বেশি ভূমিকা পালনের চেষ্টা করবে।

অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, কালিয়াকৈর উপজেলা নির্বাহি কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর উপজেলার এসি ল্যান্ড দিল আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন