হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের তরা ব্রিজ এলাকায় আরিচা থেকে মানিকগঞ্জগামী স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুরো ছাই হয়ে যায় বাসটির অধিকাংশ অংশ। 

বাসচালক আনোয়ার হোসেন জানান, বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিন-চারজন বাসে ওঠেন। বাসটি তরা ব্রিজ পার হওয়ার পর বাসের অন্য সব যাত্রীকে নামিয়ে দেন। ওই সময় তাঁদের সঙ্গে আরও প্রায় ১০ জন এসে যোগ দেন। তাঁরা বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে চলে যান। তবে কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, বাসের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয়রাও সহযোগিতা করছেন। এ সময় মহাসড়কে অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এ সময় তিনি বলেন বলেন, ‘এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ তদন্ত করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।’ 

গোলড়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে যাত্রীবেশে একটি মিনিবাসে ওঠে বেশ কয়েকজন দুর্বৃত্ত। পরে যাত্রীবাহী মিনিবাসটি তরা ব্রিজ পার হলে বাস থামিয়ে সব যাত্রীকে নামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।’

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল