Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

মানিকগঞ্জের তরা ব্রিজ এলাকায় আরিচা থেকে মানিকগঞ্জগামী স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুরো ছাই হয়ে যায় বাসটির অধিকাংশ অংশ। 

বাসচালক আনোয়ার হোসেন জানান, বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিন-চারজন বাসে ওঠেন। বাসটি তরা ব্রিজ পার হওয়ার পর বাসের অন্য সব যাত্রীকে নামিয়ে দেন। ওই সময় তাঁদের সঙ্গে আরও প্রায় ১০ জন এসে যোগ দেন। তাঁরা বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে চলে যান। তবে কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, বাসের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয়রাও সহযোগিতা করছেন। এ সময় মহাসড়কে অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এ সময় তিনি বলেন বলেন, ‘এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ তদন্ত করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।’ 

গোলড়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে যাত্রীবেশে একটি মিনিবাসে ওঠে বেশ কয়েকজন দুর্বৃত্ত। পরে যাত্রীবাহী মিনিবাসটি তরা ব্রিজ পার হলে বাস থামিয়ে সব যাত্রীকে নামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।’

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ