নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিভি চ্যানেল ও সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে জুয়ার বিজ্ঞাপন অপসারণ ও প্রচার বন্ধে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই রুল জারি করেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও বিটিআরসিসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। সুপ্রিম কোর্টের আইনজীবী মিফতাউল আল ও সুমিত কুমার সরকার রিটটি দায়ের করেন।
এর আগে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসে সব ধরনের জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এবং ঢাকা জজকোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার। গত ১১ ডিসেম্বর ওই নোটিশ পাঠানো হয়। ১৫ দিনের মধ্যে সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদ এবং প্রচলিত আইন ভঙ্গ করে বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার করায় টি-স্পোর্টসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে বলা হয় নোটিশে।