Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জাপানি কোম্পানির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে বেবিচক

বিশেষ প্রতিনিধি, ঢাকা  

জাপানি কোম্পানির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে বেবিচক
ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন থার্ড টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে। চলতি বছরই নতুন টার্মিনালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই মধ্যে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে জাপানের একটি প্রতিষ্ঠানকে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাপানের প্রতিষ্ঠানটির সঙ্গে ২২ জানুয়ারি থেকে আলোচনা শুরু হবে। খুব দ্রুত নিগোশিয়েশন শেষ করে চুক্তি করে ফেলব।’

চলতি বছর টার্মিনালে বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যের কথা জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘থার্ড টার্মিনালে ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। শুধু ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালের কাজ একটু বাকি আছে। মূল ভবনে সিলিংয়ের কাজ সামান্য বাকি আছে। আশা করছি, আগামী মার্চের মধ্যে কাজগুলো শেষ হবে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা টার্মিনালটির অ্যাপ্রোন এলাকা ব্যবহার শুরু করব।’

এ সময় বেবিচকের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যক্রমের তথ্য তুলে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এই কাজগুলো আমরা দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছি। এই উন্নয়ন কাজগুলোর অধিকাংশই এই বছর শেষ হবে। আগামী ফেব্রুয়ারি নাগাদ আমরা আইএলএস-২ ক্যাটাগরির সুবিধা পাব। বিমান ওঠানামার যে লাইট ফিজিবিলিটি, তারও পুরোপুরি সমাধান হয়ে যাবে।’

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ঈদে ফাঁকা রাজধানী, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

৮৩ বছর ধরে চলছে যে ঘোড়দৌড় প্রতিযোগিতা

ঘুরতে বেরিয়ে ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ৪ যুবকের

ঈদের রাতে জানালা দিয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

মাদারীপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

রাজবাড়ীতে বিছানায় পড়ে ছিল প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ

সাভারে নৈশপ্রহরী হত্যা: ঝগড়া থামাতে আসায় গুলি ছোড়েন মদ্যপ যুবক