সাভারে যুবদল নেতা-কর্মীদের সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় বিএনপি ও যুবদলের অন্তত ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে ছায়াবিথী এলাকায় সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
পুলিশের দাবি, যুবদল নেতা খোরশেদ আলমের বাড়ির সামনে কোনো প্রকার অনুমতি না নিয়েই যুবদলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে সভা করার চেষ্টা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় যুবদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। পরে পুলিশ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ২০ জনকে আটক করে। এ ছাড়া উদ্ধার করা হয় তিনটি ককটেল।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, কোনো রকম অনুমতি ছাড়া সমাবেশের নামে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উচ্ছৃঙ্খলতা শুরু করে। এ সময় পুলিশ নিয়মিত টহলে বের হলে তাঁরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনা একজন পুলিশ পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।