হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে বাসা থেকে ধর্ম ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগের একটি বাসা থেকে ধর্ম ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন ইব্রাহিম শেখ অপূর্ব (২৮) ও মৌসুমী আক্তার (৩৫)।

সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তুরাগ থানার উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ২৮ নং বাসার দরজা ভাঙার পর মরদেহ দুটি দেখতে পায় পুলিশ। 

জানা গেছে, ইব্রাহিম শেখ অপূর্বের বাড়ি ফরিদপুর জেলায় এবং মৌসুমি আক্তারের বাড়ি চাঁদপুর জেলায়।

ঘটনাস্থলে উপস্থিত আশপাশের লোকজন আজকের পত্রিকাকে বলেন, রুমের ভেতরে থাকা দুজনকে বাহির থেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশকে খবর দিলে বাড়ি মালিককে নিয়ে দরজা ভেঙে ভেতরে মরদেহ দুটি দেখতে পায় পুলিশ। 

সরেজমিনে দেখা যায়, গলাকাটা অবস্থায় বিছানার ওপর পড়ে ছিল ওই নারীর মরদেহ। পাশে ছিল একটি রক্তাক্ত চাকু। অপরদিকে মেঝেতে পরে ছিল যুবকের মরদেহ। তার গলার মধ্যে প্লাস্টিকের তার প্যাঁচানো অবস্থায় ছিল।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ওই রুমের দরজাটি ভেতর থেকে লাগানো ছিল। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে দুটি লাশ পরে থাকতে দেখে। নারীর মরদেহটির গলা কাটা এবং পুরুষের মরদেহের গলায় দাগ রয়েছে।

এক প্রশ্নের জবাবে ওসি আনোয়ার বলেন, তারা দুই জন ধর্মের ভাই-বোন ছিল। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করত।

কীভাবে নিহত হয়েছে— এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, নারীর মরদেহটি গলা কাটা ছিল। ধারণা করা হচ্ছে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। পুরুষের মরদেহটির গলায় দাগ রয়েছে। মনে হচ্ছে তিনি গলায় ফাঁস লাগিয়েছিলেন, পরে রশি ছিঁড়ে পড়ে গেছেন।

সর্বশেষ সোমবার রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলের ওই বাসাতেই লাশ পড়ে থাকতে দেখা যায়। সেখানে তুরাগ থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ক্রাইম সিন ইউনিটের তাদের কার্যক্রম চালাতে দেখা যায়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য