Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফেরি বন্ধ, ঘাটে যাত্রীদের ঢল

প্রতিনিধি

ফেরি বন্ধ, ঘাটে যাত্রীদের ঢল

মুন্সিগঞ্জ: সড়ক পথে আন্তঃজেলা গণপরিবহনের পাশাপাশি জলপথে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রয়েছে। শিমুলিয়া–পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল করার সুযোগে গতকাল শুক্রবার ঢল নামে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। এমনকি যাত্রীদের চাপে ফেরিতে যানবাহন পরিবহন কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির এই সময়ে ঘাটে মানুষের এই ঢল সামলাতে অবশেষে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কিন্তু এরপরও আজ ভোর থেকে গতকাল শুক্রবারের মতো দক্ষিণবঙ্গগামী ঈদে ঘরমুখী মানুষের ভিড় জমতে শুরু করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। গতরাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘোষণা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ থাকলেও ক্রমশ এ ভিড় বাড়ে। ভিড় সামলাতে না পেরে অবশেষে পুলিশ শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখ থেকে লোকজনকে ফিরে যেতে বাধ্য করছে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে বিআইডব্লিউটিসি আজ থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে। কিন্তু ভোর থেকে ঘাটে আসা যাত্রীরা বলছেন, মাঝরাতের ঘোষণা অনেকেই জানেন না। ঘাটে এসে দেখেন ফেরি বন্ধ। আর পুলিশ সবাইকে ঘাট থেকে বের করে দিচ্ছে।

এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া চৌরাস্তা ও শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে পুলিশের টহল চৌকি দেখা গেছে। এসব টহল চৌকি থেকেও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, শিমুলিয়া ঘাটের এক কিলোমিটার দূর থেকে যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোনো যাত্রীকে শিমুলিয়া ঘাট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতদিন লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। আজ থেকে দিনের বেলায় ফেরিও বন্ধ থাকবে, কেউ নদী পার হতে পারবেন না। তিনি যাত্রীদের ঘাট এলাকায় ভিড় না করতেও অনুরোধ জানান।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহমেদ জানান, শেষ রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সন্ধ্যার পর কয়টি ফেরি চালু রাখা হবে তা এখনও নিশ্চিত নয়।

তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে: মাগুরার শিশুটির মা

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক