গাজীপুরের টঙ্গীতে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, গতকাল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য আজ সকালে লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত জুয়েল রানা (৪২) মাগুরা জেলা শ্রীপুর থানা বড়লিডহা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। রানা টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসা এলাকার বালাদিল আমিন আবাসনে পরিবার নিয়ে বাস করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল রাতে জুয়েল রানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকাগামী সড়কে রাস্তা পার হতে গেলে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা কাভার্ডভ্যানটিকে জব্দ করে চালক সোহাগকে (২৪) আটক করে পুলিশে দেয়।
ওসি মো. মুস্তাফিজুর রহমান আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।