ঢামেক প্রতিবেদক
রিমান্ডে অসুস্থ হওয়ায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে (৭৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ। পরে তাঁকে হাসপাতালের হৃদ্রোগ বিভাগে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার বলেন, অসুস্থ হওয়ায় শাজাহান খানকে হাসপাতালে নিয়ে আসে। তিনি বুকে ব্যথা ও শরীর দুর্বলের কথা বলেন। প্রেসার হাই। আগেই তাঁর বুকে রিং পরানো আছে। কিছু পরীক্ষা-নীরিক্ষা শেষে তাঁকে হৃদ্রোগ বিভাগে ভর্তি দেওয়া হয়েছে।
জানা যায়, যাত্রাবাড়ী থানার এক মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন তিনি।