মুন্সিগঞ্জে গাঁজা সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পঞ্চসার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তিন জনকে আটক করেন। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম মিঞা।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন মিরেশ্বরাই এলাকার ইউনুস ব্যাপারী (২২), রামেরগাঁও এলাকার মো. লাদেন (২২) ও দুর্গা বাড়ি এলাকার মারুফ হোসেন (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘গাঁজা সেবনের অপরাধে ৩ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।’