নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করতে তাঁর বাড়ির সামনে নোটিশ সাটানো হয়েছে। তারেক রহমানের বাড়ির সংশোধিত ঠিকানা বাড়ি নং ৬, সড়ক–৮৬, গুলশান–২—এ নোটিশটি সাটানো হয়েছে।
আজ সোমবার বিষয়টি বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
গত ১৮ আগস্ট একটি দৈনিকে এ বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ আগস্ট তারেক রহমানের প্রতি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে নোটিশ জারির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাকে না পেলে বিকল্প হিসেবে বাড়ির সামনে টাঙাতে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়।
২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই সময় হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। সম্প্রতি ওই রুল শুনানির উদ্যোগ নেন রিটকারি আইনজীবী।
এদিকে তারেক রহমান বিদেশে থাকায় নোটিশ জারি না হয়ে তা ফেরত আসে বলে আদালতে শুনানিতে দেখা যায়। এছাড়া তারেক রহমানের ঠিকানা ভুল বলে উঠে আসে শুনানিতে। পরে আদালত রিট আবেদনকারী পক্ষকে উল্লেখিত ঠিকানা সংশোধনের জন্য আবেদন দিতে বলেন। নির্দেশ অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করলে নতুন করে নোটিশ জারি করতে নির্দেশ দেন আদালত।