Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ২২টি কৃষিযন্ত্র কালোবাজারে বিক্রির অভিযোগ

মো. ফরিদ রায়হান, অষ্টগ্রাম

অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ২২টি কৃষিযন্ত্র কালোবাজারে বিক্রির অভিযোগ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের ভর্তুকি মূল্যের ১০টি ভুট্টা মাড়াই মেশিন কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকারের বিরুদ্ধে। বরাদ্দের ২৩ টির মেশিনের মধ্যে বিতরণ হয়নি ২২টি। এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক সমীপে সম্প্রতি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জিয়াউর রহমান। 

কৃষিতে যান্ত্রিকীকরণের জন্য সরকারি প্রণোদনায় ৭০ শতাংশ ভর্তুকি দামে চলতি বছর অষ্টগ্রামে, ১০টি মেইজ শেলার, ৪টি রিপার, ৭টি রিপার বাইন্ডার ও ২টি রাইস ট্রান্সপ্লান্টারসহ ২৩টি কৃষিযন্ত্র বরাদ্দ দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই বরাদ্দের ১০টি ভুট্টা মাড়াই মেশিন (মেইজ, শেলার) কৃষকদের মাঝে বিতরণ না করে অন্যত্ব বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানা যায়, এবার অষ্টগ্রামে ভুট্টা মাড়াই মেশিনের বরাদ্দপত্র পেয়ে কৃষক জিয়াউর রহমান ও অন্যরা মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এসিআই ও আলিম’ কোম্পানির সঙ্গে চুক্তি করেন। দুই দিন পর কোম্পানির প্রতিনিধি কৃষকদের জানান, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার মেশিন প্রদানে সম্মতিপত্র দেয়নি। উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি নানা টালবাহানা করে কৃষি মৌসুম পার করে দেন এবং পরে জানতে পারেন এই মেশিনগুলো বাইরে বিক্রি করা হয়েছে। 

এ ছাড়া, সরকারি কৃষি প্রণোদনার সার, বীজ, কীটনাশক, প্রদর্শনীর মালামাল ও কৃষি যন্ত্রপাতি বিক্রি করে অর্থ আত্মসাৎদের অভিযোগ করেন। একই অভিযোগ করেন ২০২৪ সালে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বরাদ্দ পাওয়া শাহীন মিয়া, এয়ার রহমান, শহীদসহ অন্যরা। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর অষ্টগ্রামে ২৩টি ধান রোপণ মেশিন, হস্তচালিত ধান কাটা মেশিন ও ভুট্টা মাড়াই মেশিনের মধ্যে মাত্র ১টি ধান রোপণ মেশিন বিতরণ করা হয়েছে। অন্য ২২টি মেশিনের বরাদ্দ তালিকা অনুমোদনের পর, কৃষকেরা অষ্টগ্রামে আনুষ্ঠানিকভাবে মেশিন গ্রহণে আপত্তি করেন। বরাদ্দপ্রাপ্তরা সরকারি মেশিন চড়াদামে বাইরে বিক্রি করার খবরে মেশিন বিতরণ বন্ধ করা হয়। 

অভিযোগকারী মো. জিয়াউর রহমান বলেন, ‘ভুট্টা উত্তোলনে আমাদের হাড়কাটুনী পরিশ্রম কমাতে সরকার ভর্তুকি দামে মেশিন দেয়। আর সেই মেশিন পেতে বারবার অফিসে ধরনা দিই। পরে, জানি আমার মেশিনটি উচ্চ মূল্যে অন্যত্র বিক্রি করে দেয়। এর সুষ্ঠু বিচার চাই আমরা।’

রিপার বাইন্ডার বরাদ্দ পাওয়া অষ্টগ্রাম সদর ইউনিয়নের শেখ তাইয়েবুর রহমান বলেন, ‘বরাদ্দকৃত রিপার বাইন্ডার পেতে আমরা বারবার যোগাযোগ করেও পায়নি। আমরা মেশিন নিতে চাইনি— তা ডাহা মিথ্যা কথা।’ 

অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার বলেন, ‘মেশিনগুলো সংশ্লিষ্ট কৃষক নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিতে পারেনি বিধায় বিতরণ করা সম্ভব হয়নি। মেশিন নির্দিষ্ট সময়ে বিতরণের জন্য অফিস থেকে কৃষকদের বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তারা নানান টালবাহানা করে সময়ক্ষেপণ করে এবং মেশিন উপজেলায় নিয়ে আসতে বলা হলে তাঁরা সেটা করতে অস্বীকৃতি জানায়। এ জন্য মেশিনগুলো বিতরণ করা সম্ভব হয়নি।’

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক তারিক মাহমুদুল ইসলাম বলেন, ‘মেশিন বিতরণ না করার বিষয়টি আমার জানা নেই। এগুলো কেউই বাইরে বিক্রি করার কোনো সুযোগ নেই।’ 

এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের নম্বরে কল দিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে, অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত উপপরিচালক (পিএস, ডিজি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।’

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তের দাবিতে একাংশের নেতা-কর্মীদের বিক্ষোভ

অস্ত্রের সঙ্গে গুলির অমিল, থমকে গেল প্রশিক্ষণ

গ্যাসের সংকট চরমে, শিল্প উৎপাদন বন্ধের উপক্রম

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই ছাত্রীকে আটক করতে জুরাইনে অভিযান

এবার যেকোনো মূল্যে ধান–চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করবে সরকার : খাদ্যসচিব

অটোরিকশায় না চড়া ও ফুটপাত থেকে কেনাকাটা না করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

পারভেজ হত্যা: আদালতে দুই আসামির দায় স্বীকার

প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু