কক্সবাজারের টেকনাফ থেকে ৩৭ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় রোহিঙ্গা কিশোরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ওই জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দিলে তা স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, গত বছরের ২ মে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের ৩৭ হাজার ইয়াবাসহ ওই কিশোরকে আটক করে।
ওই ঘটনায় মাদক আইনে মামলা করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। ঘটনার সময় কিশোরের বয়স ১৭ বছর ৫ মাস দেখানো হয়েছে। তাই ওই মামলা শিশু আদালতে বিচারাধীন।