Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা: এএজি-এপিপিসহ ২৯ জনের নামে হত্যা মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা: এএজি-এপিপিসহ ২৯ জনের নামে হত্যা মামলা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাত্রদল নেতা আশিক (২২) হত্যার ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেলসহ (এএজি) ২৯ জনকে আসামি করে মামলা হয়েছে। আজ রোববার নিহতের মা রিতা আক্তার বাদী হয়ে থানায় মামলাটি করেন।

এর আগে (শনিবার) হত্যাকাণ্ডের পর শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নান নামের দুজনকে পুলিশ আটক করেছে। আজ তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

আসামিরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (এপিপি) রিয়াজুল ইসলাম সেবক, চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ইনসাফ আলীসহ ২৯ জন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান বলেন, নিহত আশিকের মা রিতা বাদী হয়ে ২৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে জন্য অভিযান চলছে।

উল্লেখ্য, গতকাল উপজেলার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের নাম প্রস্তাব করা হয়। এর বিরুদ্ধে কলেজের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী হায়দার বাবুল ঢাকা শিক্ষা বোর্ডে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. লোকমান মুন্সী ও সেকশন অফিসার আহাদ খানের নেতৃত্বে একটি তদন্ত টিম শনিবার প্রতিষ্ঠান আসে।

এ সময় মমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খানসহ এলাকার লোকজনের উপস্থিতিতে স্কুলমাঠে তদন্তের কাজ শুরু করা হয়। পরে ছাত্রদল নেতা নুরুজ্জামান চন্দন, সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবকের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির পর সংঘর্ষ হয়। এতে আশিক খাঁ নিহত ও ঢাকা শিক্ষা বোর্ডের দুজন কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১০-১২ জন আহত হন।

ঈদের জামাত ঢাকায় কখন কোথায়

অর্থ আত্মসাৎ করতে সেই জিমএমকে অপহরণের পর হত্যা: র‍্যাব

রাজধানীতে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

ফরিদপুরের ১৩ গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

সাভারে বিএনপির নেতার হাত–পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ, নেপথ্যে ফুটপাতে চাঁদাবাজি

ঈদযাত্রায় বাড়িতে গেল পোশাককর্মী দম্পতির লাশ, হাসপাতালে দুই সন্তান

ঈদে ঢাকায় পাঁচ স্তরের নিরাপত্তা, চোখ থাকবে নিষিদ্ধ সংগঠনের ওপর: ডিএমপি কমিশনার

মুন্সিগঞ্জে ১৫ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ২৩ গ্রামের ৩ হাজার মানুষের ঈদ উদ্‌যাপন

যমুনা সেতুতে একদিনেই টোল আদায় ৩ কোটি ২১ লাখ টাকা