হোম > সারা দেশ > টাঙ্গাইল

মাদক সেবনের পর ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

ভূঞাপুরে মাদক সেবনের পর ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. রাকিব (২৫) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। আজ বুধবার বিকেলে জামালপুর এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংগুরিয়া সোনাকান্ত গ্রামের তোয়াব আলী ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে রাকিবকে রেললাইনের পাশে বসে মাদক সেবন করতে দেখা যায়। ট্রেনটি স্টেশনে প্রবেশ করার মুহূর্তে হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে তাঁর দেহ দ্বিখণ্ডিত হয়ে পড়ে।

রাকিবের পরিবার ও ঘনিষ্ঠদের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে তিনি স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হন।

এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই কামরুল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্বিখণ্ডিত মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ জিআরপির কাছে হস্তান্তর করা হবে।’

ভূঞাপুর রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুল কাদের বলেন, ‘জামালপুর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার সময় দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই এবং বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য