নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এয়ারপোর্ট থানার আশকোনা হজ ক্যাম্প এলাকায় একটি রেস্টুরেন্টের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। বিস্ফোরণের শব্দে আশপাশে বাসাবাড়ি ও দোকানের কাচ ভেঙে যায়। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস সেখানে গিয়ে উদ্ধার কাজ করছে। দুজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে আগুন লাগেনি। ক্ষয়ক্ষতির প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
আশকোনা হজ ক্যাম্প এলাকার বাসিন্দা দেবাশীষ কর্মকার বলেন, ‘সকাল দশটার দিকে ব্যাপক জোরে শব্দ হয়। রেস্টুরেন্টটির পাশেই আমার বাসা। পুরো এলাকা এমনভাবে কেঁপে উঠেছে যেন ভূমিকম্প হয়েছে। আশপাশের অনেক দালানের জানলার কাচ ভেঙে গেছে।’