হোম > সারা দেশ > গাজীপুর

মে দিবসে কারখানা খোলা, হাজিরা কাটার ভয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শ্রমিকদের হাজিরা কাটার ভয় দেখিয়ে মহান মে দিবসে গাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল কারখানা খোলা রাখার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। 

আজ সোমবার সকালে টঙ্গীর মিলগেট এলাকার জেরিন কম্পোজিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এই কারখানায় প্রায় এক হাজার শ্রমিক বাধ্য হয়ে কাজে যোগ দিয়েছেন। 

কারখানাটির প্যাকিং সেকশনের কর্মী এমদাদুল হক বলেন, ‘আমাদের কারখানায় তিনটি সিফটে কাজ চলে। গতকাল রোববার নাইট সিফটে কাজ করেছি। আজ ভোর ৬টার দিকে বাসায় যাই। এখন দুপুর দুইটা থেকে ফের কাজে যোগ দিতে এসেছি।’ 

কারখানাটির অপর এক নারী শ্রমিক হাফিজা আক্তার বলেন, প্রতিবছর মে দিবসেই কারখানা খোলা রাখা হয়। আজকের ছুটি আগামী ঈদুল আজহার ছুটির সঙ্গে যোগ করা হবে। আজ কাজে যোগ না দিলে হাজিরা কাটা যাবে। 

কারখানাটির সহকারী জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান বলেন, ‘আজ আমাদের কারখানা বন্ধ। আমরা গতকাল রোববার বন্ধের নোটিশ দিয়েছিলাম। শ্রমিকেরা কোন আজ কারখানায় এসেছেন তা আমার জানা নেই।’ 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, খোলা রাখার বিষয়টি জানা ছিল না। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব। 

গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল বলেন, ‘মে দিবসে কারখানা খোলা রাখার বিধান নেই। এই কারখানা খোলা রাখার বিষয়ে আমার জানা ছিল না। আমি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছি।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য