Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজি–ছিনতাই: ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

চাঁদাবাজি–ছিনতাই: ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া চাঁদাবাজি ও ছিনতাইয়ে জড়িত থাকায় ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও ক্যাম্পাসে ভাসমান দোকান বসিয়ে চাঁদা নেওয়ায় প্রক্টরিয়াল টিমের এক সদস্যকে স্থায়ী বহিষ্কার ও ছয়জনকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের (ডিবি) মিটিংয়ের সুপারিশ মেনে এ সব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। একাধিক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া— হাজী মুহম্মদ মুহসীন হলে আটকে রেখে ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।   

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের সূত্রে জানা যায়— গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের এক্সটেনশন বিল্ডিং শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসে রাজধানীর এক কলেজের শিক্ষার্থীকে চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে নির্যাতন করে ১০ হাজার টাকা ছিনতাই ও অপহরণ করে ২০ লাখ টাকা পরিবারের কাছে মুক্তিপণ চাওয়ার কাজে জড়িত থাকায় চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জাহিদ শেখ ও মো. শাহরিন ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না—এ মর্মে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এর আগে এ ঘটনায় লালবাগ থানায় মামলা দায়ের করেছিল ভুক্তভোগীর পরিবার। 

সিন্ডিকেট সূত্রে আরও জানা যায় — গত জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে এক নারী ও তার ভাইকে মারধর ও টাকা ছিনতাই করার অভিযোগে ফলিত গণিত বিভাগের ও ফজলুল হক মুসলিম হলের মো. আযহা ইসলাম, সংগীত বিভাগের ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মর্তুজা হাসান খান (ফাহিম), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও ইতিহাস বিভাগের মো. আজিম মাহমুদ তওসিফ এবং সূর্যসেন হল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মো. রিয়াদ ওরফে রিসাতকে সাময়িক বহিষ্কার করা হয়। কেন তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে না— এ মর্মে ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনে বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের ৬০ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়। নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘১৮ জন দুটি সেমিস্টার, ৪০ জন তিনটি সেমিস্টার এবং ২ জন ৪ টি সিমেস্টার পরীক্ষা করে দিতে পারবে না। তাদের অপরাধ ছিল পরীক্ষায় নকল করা। অপরাধের মাত্রা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

আরেক সিন্ডিকেট সদস্য বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম— ফেসবুকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামে একটি গ্রুপে বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে নির্মাণাধীন শতবার্ষিক মনুমেন্ট নিয়ে এক ভিডিও আপলোড করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আব্দুল ওহেদ। সেখানে অশ্রাব্যভাষায় বিশ্ববিদ্যালয়ের অংশীজন, গণমাধ্যম কর্মীদের গালিগালাজ করায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ সময়ে তাকে টিএসসির ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরে নিয়মিত কাউন্সেলিং নিতে হবে এবং তার মানসিক মূল্যায়ন বিবেচনায় শাস্তি কমানো হবে বলে সিদ্ধান্ত হয়। পাশাপাশি অ্যানোনিমাস পোস্টের বিষয়ে ফেসবুক গ্রুপটির অ্যাডমিন ও মডারেটরদের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হবে জানান ওই সিন্ডিকেট সদস্য। 

এ দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায় —হাজী মুহম্মদ মুহসীন হলে এক ব্যবসায়ীকে বাসা থেকে তুলে এনে আটকে রেখে নির্যাতন করায় হাতিরঝিল থানায় মামলা হয়েছিল। এ ঘটনায় জড়িত তিন শিক্ষার্থী মুহসীন হল শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের মোনতাছির হোসাইন এবং ত্রাণ ও দুর্যোগবিষয়ক উপসম্পাদক আল শাহরিয়ার মাহমুদ ওরফে তানসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক ও ফিন্যান্স বিভাগের মোহাম্মদ আবুল হাসান সাঈদিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে শোকজ করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে। 

প্রক্টরিয়াল টিমের একজন স্থায়ী বহিষ্কার, ছয়জনকে শোকজ 
২০২৩ সালে একটি ইংরেজি দৈনিকে বিশ্ববিদ্যালয়ে ভাসমান দোকান বসিয়ে প্রক্টরিয়াল টিমের চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রক্টর অফিসের টোকেনম্যান মো. শামীম হোসেনের বিরুদ্ধে চাঁদা গ্রহণের পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়া যাওয়ায় তাকে স্থায়ী বহিষ্কার করা হয়। এ ছাড়া শামীম হোসেনের সহযোগী কিষান চন্দ্র দাস, অমিত সরকার, শ্রী শুদর্শন হালদার, মো. মাসুম শেখ, মো. রফিক গাজী এবং মো. মিঠু মীরের বিরুদ্ধে চাঁদাবাজির সহযোগিতার প্রমাণিত হওয়ায় তাদেরকে শোকজ করা হবে। বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখতে আরেকটি তদন্ত কমিটি করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে একাধিক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন। 

বহিষ্কৃত সবার বহিষ্কারের বিষয়টি তাদের স্থানীয় অভিভাবক ও পরিবার এবং সংশ্লিষ্ট থানায় জানানো হবে। এ সময়ে তারা হলে অবস্থান করলে হল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেবে বলে জানান এক সিন্ডিকেট সদস্য।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার আজকের পত্রিকাকে বলেন, ‘গুটিকয়েক শিক্ষার্থীর কারণে বিশ্ববিদ্যালয়ের ইমেজ ক্ষুণ্ণ হয়। তবে আমরা কোনো অপরাধকে প্রশ্রয় দেব না। এ সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদে নেওয়া হয়ছে, সেগুলো নিয়মঅনুযায়ী সিন্ডিকেট মিটিংয়ে তোলা হলে সেই সিদ্ধান্তগুলো অনুমোদন দেওয়া হয়। মুহসীন হলে আটকে রেখে নির্যাতনের ঘটনাটি শৃঙ্খলা পরিষদের মিটিংয়ের পরে হয়, তারপরও উপাচার্য বিষয়টি নজরে রাখতে বলেছেন। তাদেরকেও সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।’

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি