ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা না গেলেও তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার নিমতলা আন্ডারপাসের ১ হাজার গজ দক্ষিণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী সার্ভিস লেনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই গাড়িটি পালিয়ে যায়।
আবদুল কাদের জিলানী আরও বলেন, ‘আজ সকাল ৭টার দিকে আমরা এ খবর পাই। লাশ হাসারা হাইওয়ে থানায় রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।’