Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।

রোজিনাকে গ্রেফতারের ঘটনা নিয়ে জানাতে মঙ্গলবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন ডেকেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেপ্তারের প্রতিবাদে আজকের (মঙ্গলবার) স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সকাল ১১টার সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী কর্মসূচি কার্যনির্বাহী কমিটির আজকের জরুরি সভা থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছে বিএসআরএফ।

সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষ থেকে ‘রাষ্ট্রীয় গোপনীয় নথি’ নেওয়ার অভিযোগে রোজিনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে সোমবার রাতে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযোগের ভিত্তিতে রোজিনার বিরুদ্ধে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করেন। এরপর শাহাবাগ থানা পুলিশ রোজিনাকে গ্রেপ্তার দেখায়। মঙ্গলবার সকালে তাাঁকে আদালতে নেওয়া হয়েছে। এদিকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আরও পড়ুন:

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু