নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি গেজেটভুক্ত বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে রাজউকের যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রয়োজন তা নেই বলে দাবি করে কারিগরি দক্ষ জনবল ভিত্তিক কাঠামো পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। আজ সোমবার আগারগাঁওয়ের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আয়োজিত অংশীজন সম্মেলনে এ দাবি জানানো হয়।
একই সঙ্গে ড্যাপে ২০৩৫ সাল পর্যন্ত প্রাক্কলিত জনসংখ্যা, প্রস্তাবিত উন্নয়ন এবং সমতার ভিত্তিতে সবার আবাসন নিশ্চিত করেই কেবল এলাকাভিত্তিক জনঘনত্ব ও এফএআর নির্ধারণের দাবিও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অংশীজন সম্মেলনে আলোচনায় মূল বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ড্যাপ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক স্থপতি ইকবাল হাবিব। মূল বক্তব্যে তিনি ড্যাপে প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন নিশ্চিতে প্রয়োজনীয় অর্থসংস্থানের উৎস, সংশ্লিষ্ট উদ্যোগী সংস্থার দায়বদ্ধতা ও বাস্তবায়ন সক্ষমতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি বাস্তবায়ন কর্তৃপক্ষ রাজউকের প্রশাসনিক নয় বরং কারিগরি দক্ষ জনবল ভিত্তিক কাঠামো পুনর্গঠনের জোর দাবি জানান।
ইকবাল হাবিব বলেন, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মনে করে রাজউক তার বর্তমান কাঠামোর বিশদ অঞ্চল পরিকল্পনার মতো বহুমাত্রিক ও কারিগরি পরিকল্পনা বাস্তবায়নে সামর্থ্যবান নয়। আর এ জন্য দ্রুতই রাজউককে পেশাজীবী নেতৃত্বে পুনর্গঠন ও পুনর্বিন্যাস করে কিংবা পেশাজীবী নির্ভর একটি ভিন্ন সংস্থার মাধ্যমে এ পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন।
ড্যাপের অন্যান্য বিষয় সম্পর্কে তিনি বলেন, কৃষি জমিতে কোনো ধরনের শর্তসাপেক্ষে উন্নয়ন বা ভূমি ব্যবহার পরিবর্তনের সুযোগ সম্পূর্ণ পরিহার করতে হবে। সেই সঙ্গে বন্যা প্রবাহ অঞ্চল এবং নদী কমিশন চিহ্নিত ৬৪টি খালসহ সব জলাধার সংরক্ষণ এবং এর উন্নয়নে জিরো টলারেন্স নীতিমালা নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ঢাকা শহরে এখন যারা আছেন তারাই যেন সুস্থ সুন্দরভাবে নিরাপদে সব নাগরিক সুবিধাসহ থাকতে পারেন প্রথমে সেই ব্যবস্থা করতে হবে। যেহেতু ঢাকায় অতিরিক্ত মানুষের প্রবেশ আমরা বন্ধ করতে পারছি না, তাই সেবার পরিধি ও ব্যবস্থা সেভাবেই করতে হবে। শহরের বর্তমান অপ্রতুল অবকাঠামো এবং সেবা সরবরাহ লাইনকে টেকসই বিনিয়োগের মাধ্যমে উন্নতর ও সম্প্রসারিত করে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমেই মানসম্পন্ন আবাসন সরবরাহ নিশ্চিত করা সম্ভব।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রিহাবের সাবেক সভাপতি প্রকৌশলী আওয়াল, রিহাব প্রতিনিধি সোহেল রানা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম প্রমুখ।