Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা আমিনুল আরও ৫ মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  ঢাকা

বিএনপি নেতা আমিনুল আরও ৫ মামলায় গ্রেপ্তার

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে নাশকতার আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রাজধানীর পল্টন থানায় দায়ের করা পাঁচটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

এই পাঁচ মামলার এক মামলায় আমিনুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন, রমনা, শাহজাহানপুর, হাতিরঝিলসহ বিভিন্ন থানা এলাকায় বেশ কয়েকটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে।

এরপর গত ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২ নভেম্বর পিস্তল, শটগান ও রাইফেল ছিনতাই, ভাঙচুর ও হামলার ঘটনায় পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। ১০ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।

পরে গত ২১ নভেম্বর হাতিরঝিল থানার এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৬ নভেম্বর আবার তাঁকে কারাগারে পাঠানো হয়।

সংসদ নির্বাচনের পর আমিনুলকে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পল্টন থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তারা। আজ আমিনুলকে কারাগার থেকে আদালতে হাজির করে শুনানি হয়। 

আদালত পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে পুলিশ কনস্টেবল পারভেজ হত্যা মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পাশে পুলিশ কনস্টেবল পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়।

শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক