হোম > সারা দেশ > ঢাকা

টাকা পাচার ঠেকাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ ইউনিট

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও মুদ্রা পাচার প্রতিরোধে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করেছে ঢাকা কাস্টম হাউস। বোর্ডিং ব্রিজ এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুদ্রা পাচার ঠেকাতে কাজ করবে এ বিশেষ ইউনিট। 

১৫ অক্টোবর কাস্টম হাউস ঢাকা থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। যা পরদিন ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়। 

একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে চার শিফটে মোট ১২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়ে ইউনিটটি কাজ করছে। তাঁরা হলেন মোহাম্মদ জাফর, মো. তৌহিদুজ্জামান, জান্নাতুল মাওয়া, মো. সোহেল, মো. সানোয়ার হোসেন, জুয়েল চক্রবর্তী, আল আমিন রিয়ন, নাজমুল বাসার, নাজমুল হোসেন, সারোয়ার কবির, এ কে এম আনিসুর রহমান ও খাদেমুল ইসলাম। এই ১২ জন কর্মকর্তা এ, বি, সি এবং ডি শিফটে দায়িত্ব পালন করছেন। 

আদেশ অনুযায়ী, প্রতিটি শিফটের সদস্যদের ফ্লাইট রামেজিং, বোর্ডিং ব্রিজ এলাকায় টহল এবং নিরাপত্তা পরীক্ষা পরিচালনা, প্রস্থান স্ক্যানিং তত্ত্বাবধান এবং গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। 

ইউনিটপ্রধান ও ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন বলেন, ‘বিশেষায়িত ইউনিটটির প্রতিটি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিক লক্ষ্য চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধ করা। ইউনিটের সদস্যরা এরই মধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়