হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা ১টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। বেলা পৌনে ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, রাজধানীর হাতিরঝিলে ওভারপাসে ওঠার মুখে চলন্ত একটি মাইক্রোবাসে আগুন লাগে। দুপুর ১২টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের গাড়ি বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌছায়। বেলা পৌনে ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশ প্লাজার সামনে যানজটের কারণে আটকা পড়ে। যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসকে বেগ পোহাতে হয়েছে। পরে পুলিশকে সহযোগিতার জন্য খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আগুন লাগে। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী