গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির পাঁচটি আধা পাকা কক্ষ পুড়ে গেছে। তা ছাড়া গোয়ালঘরে থাকা ৯টি গরু গুরুতর দগ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এদিকে খবর দেওয়া হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরে দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় গরুগুলো গোয়ালঘরে বেঁধে পাশের বলদীঘাট বাজারে যান তিনি। দুই ঘণ্টা পর তাঁর ছেলে দৌড়ে এসে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানালে তিনি বাড়ি গিয়ে দেখেন আগুন জ্বলছে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আসেননি। স্থানীয়রা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমাদের গোয়ালঘরে বেঁধে রাখা ৯টি গরু মারাত্মকভাবে দগ্ধ হয়। মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এখন কয়েকজন পশু চিকিৎসক গরুর চিকিৎসা দিচ্ছেন।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে পাঁচটি কক্ষ পুড়েছে এবং ৯টি গরু গুরুতর আহত হয়েছে। গরুগুলোর অবস্থা খুবই গুরুতর।
এ বিষয়ে জানতে চাইলে মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জানানোর পরপরই ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, ফায়ার সার্ভিসের প্রয়োজন হবে না, তাই আমরা যাইনি। আগুন লাগার খবর পেয়ে যাইনি, এ ধরনের অভিযোগ করে থাকলে সেটি অবশ্যই মিথ্যা।’