হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

নরসিংদী প্রতিনিধি

রসিংদীর পলাশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন সাস্তানপাড়া গ্রামের দিপালী রানী ধর (৬০) ও তার ছেলে উত্তম কুমার ধর (৩৮। 

পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডাঙ্গার সান্তানপাড়া গ্রামের উত্তম ধরের বাড়ির ভেতরে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয় উত্তম ধর ও তার মা দিলাপী রানী ধর। 

খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্বজন ও স্থানীয়রা রাত সাড়ে ৮টায় সিলিন্ডারের আগুন নিভিয়ে ফেলেন। 

এদিকে আগুনে দগ্ধ মা ও ছেলেকে উদ্ধার করে স্বজনরা প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

হাসপাতালের ডা. মানজুরুল ইসলাম জানান, দগ্ধ মা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। 

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাদিকুল বারী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে আহত হয় মা ও ছেলে। ঘরের ভেতরে রান্না করার কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে তারা আহত হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য