হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ইসলামী ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকা উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভার থেকে ইসলামী ব্যাংকের ছিনতাই হওয়া ১১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়ি জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। 

গ্রেপ্তারকৃতরা হলেন শিমুল (৩৬), তাওহিদ ইসলাম (৪৫) ও জসিম উদ্দিন (৪৫)। তাঁদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
 
পুলিশ বলছে, গত ৭ মে দুপুর পৌনে ১২টার দিকে ইসলামী ব্যাংকের বিপণন কর্মকর্তা হাবিবুর রহমান ও নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম ২৫ লাখ টাকা নিয়ে সাভার থেকে হেমায়েতপুর শাখায় যাচ্ছিলেন। টাকা নিয়ে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একটি কালো থলের ভেতরে টাকা বহন করছিলেন নিরাপত্তাকর্মী নাঈম ইসলাম। এ সময় ছিনতাইকারীরা একটি ব্যক্তিগত গাড়িতে করে এসে নাঈমের কাছে থাকা টাকার থলে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার পরদিন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মালিক ফয়জুল হক সাভার থানায় মামলা দায়ের করেন। 
 
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে জানান, মামলা দায়েরের পর গত শনিবার পটুয়াখালী থেকে জসিম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে জসিমের দেওয়া তথ্য অনুযায়ী রাতেই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় শিমুল ও তাওহিদ ইসলাম নামে আরও দুজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ছিনতাইয়ের ১১ লাখ টাকাসহ ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। 
 
এ দিকে আজ সকালে সাভার থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাভার একটি শিল্পাঞ্চল এলাকা। এই এলাকায় সব সময়ই বড় ধরনের লেনদেন হয়। তাই বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে সবাইকে বরাবরই পুলিশি সহায়তা নেওয়ার কথা বলা হয়। জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিয়ে অথবা সরাসরি থানায় যোগাযোগ করেও যে কেউ এই সেবা নিতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭