হোম > সারা দেশ > গাজীপুর

কম্পিউটার প্রিন্টের দোকানে জাল সনদ-এনআইডি তৈরির অভিযোগ, যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কম্পিউটার প্রিন্টের ব্যবসার আড়ালে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিভিন্ন শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরির অভিযোগে মো. সজিবুল আলম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সজিবুল আলমের বাড়ি ঝিনাইদহ জেলায়। বাসন থানার গাজীপুর চৌরাস্তা এলাকায় ‘সাউদা অনলাইন জোন’ নামে তাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা। 

পারভেজ রানা জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় নাসির সুপার মার্কেটে সাউদা অনলাইন জোনে কম্পিউটার কম্পোজ, ডিজাইন, কালার প্রিন্ট, ছবি প্রিন্ট ইত্যাদি ব্যবসা করেন। এর আড়ালে সজিবুল অনেক দিন ধরে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জাল জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন শিক্ষা বোর্ডের সনদপত্র তৈরি করে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করে আসছিলেন। 

জাল সনদ তৈরির অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে র‍্যাব-১ এর একটি দল সেখানে সজিবুলের দোকানে অভিযান চালায়। এ সময় জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদপত্র তৈরির অপরাধে সজিবুলকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি জাল জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, একটি জাল এসএসসি পাশের সনদপত্র, একটি সিপিইউ, একটি হার্ড ডিস্ক, একটি মনিটর, একটি স্ক্যানার, একটি ইউপিএস, একটি মাউস, একটি কিবোর্ড উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব। 

এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, ‘সজিবুলকে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তবে পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে থানা থেকে জানা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭