হোম > সারা দেশ > ঢাকা

আন্দোলন স্থগিত করল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে চলা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবির সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করবে, এমন আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করেন তাঁরা।

গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সঙ্গে বৈঠকে বসে সাত সদস্যের শিক্ষার্থী প্রতিনিধিদল। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তাই আপাতত রাজপথে থাকছেন না তাঁরা।

পরে সচিবালয়ে সাংবাদিকদের তিতুমীর ছাত্র ঐক্যের সদস্য শিক্ষার্থী মতিউর রহমান বলেন, ‘সাত কর্মদিবসের মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আলোচনা ফলপ্রসূ হওয়ায় আন্দোলন স্থগিত করা হলো।’

উপদেষ্টা নাহিদের সঙ্গে বৈঠকের আগে গতকাল দিনভর পূর্বঘোষিত ‘ক্লোজডাউন’ কর্মসূচি পালন করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বন্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তাঁরা।

গত সোমবার দুপুরে মহাখালীতে চলন্ত ট্রেনে শিক্ষার্থীদের হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই মহাখালী রেললাইন এবং তিতুমীর কলেজের ফটকসহ আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল সকালে মহাখালীতে গিয়ে দেখা যায়, রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট ও রেললাইনে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। রেল চলাচলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পাহারা দেন তাঁরা। এ ছাড়া তিতুমীর কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। তবে শিক্ষার্থীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ক্যাম্পাসের ভেতরে বেশিক্ষণ অবস্থান করেনি পুলিশ। বেলা পৌনে ১১টার দিকে কলেজের মূল ফটকের ভেতরে কোনো পুলিশ সদস্য না থাকলেও বাইরে অর্ধশত সদস্যকে অবস্থান করতে দেখা যায়।

বেলা সাড়ে ১১টার দিকে সাইফুল ইসলাম নামের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, সকালে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ছিল। বেশ কিছুক্ষণ থাকার পর তারা ক্যাম্পাসের ভেতর থেকে চলে যায়।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এক মাস ধরে নানা কর্মসূচি দিয়ে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। গত সোমবার সড়ক ও রেলপথ অবরোধ করেন তাঁরা। এ সময় যাত্রীবাহী ট্রেনে হামলাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে পূর্বঘোষিত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি সোমবার রাতে বাতিল করেন শিক্ষার্থীরা।

দিনভর ক্লোজডাউন কর্মসূচিতে দুপুর পৌনে ১২টায় কলেজের প্রধান ফটকে তিতুমীর ছাত্র ঐক্যের সদস্য মতিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। এটি আমাদের নতুন দাবি নয়। দীর্ঘদিন ধরে এ দাবিতে আন্দোলন চলছে।’

ট্রেনে হামলার বিষয়ে মতিউর বলেন, ‘গতকাল ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করছি। দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থনা করছি। যে পরিবার আহত হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা সেখানে যাব এবং প্রয়োজনে আর্থিক সহায়তা দেব।’

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন