হোম > সারা দেশ > ঢাকা

অনিয়মের অভিযোগে পাঁচ চাল ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনিয়মের অভিযোগে পাঁচ চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা আজ বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক দামে চাল বিক্রি করা, ক্যাশ মেমো সংরক্ষণ না করা এবং একদিনের ব্যবধানে দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর জানায়, রাজধানীর কাজলার কুতুবদিয়ার এলাকার মেসার্স মুছা রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা, মেসার্স খাদ্য ভান্ডারকে ৫০ হাজার টাকা, মেসার্স কাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা, কলাপট্টি এলাকার মেসার্স হাজী নয়ন ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স করিম রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্যমন্ত্রীর নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে দেশব্যাপী অবৈধ মজুত ও চাল ব্যবসায় অনিয়মের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ও কলাপট্টি এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের ৪ দিনের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা