হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গিবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের ঘুমন্ত সহকারীর মৃত্যু

 টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

টঙ্গিবাড়ীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুনে দগ্ধ হয়ে ভেতরে ঘুমিয়ে থাকা জাহাবির মিয়া (১৪) নামের চালকের সহকারী কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বালিগাঁও বাজারসংলগ্ন সেতুতে গাঙচিল পরিবহনের একটি বাসে এই আগুন লাগে। নিহত জাহাবির পাশের লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের ভেতর হেলপার ঘুমিয়েছিল। পুরো শরীর দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না।’

শফিকুল ইসলাম আরও বলেন, সাধারণত চালক-হেলপার বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়। তবে কেউ আগুন লাগিয়েছে কি না, কিংবা কীভাবে আগুনের সূত্রপাত সেই কারণ উদ্‌ঘাটনের জন্য তদন্ত চলছে।

টঙ্গিবাড়ীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত হেলপার নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে। তদন্তে মৃত্যুর অন্য কারণ পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য