হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইল-৫ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

টাঙ্গাইল প্রতিনিধি

মৃত ব্যক্তির (ভোটার) জাল স্বাক্ষর থাকায় টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া একই আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেনিগার হোসেনের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।

মেহেনিগার হোসেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং খন্দকার আহসান হাবীব বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। সম্প্রতি তাঁকে বহিষ্কার করা হয়। 

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘খন্দকার আহসান হাবিব ও মেহেনিগার হোসেনের জমা দেওয়া স্বাক্ষরগুলোর মধ্যে ১০ জন ভোটারের স্বাক্ষর ও তথ্য যাচাই-বাছাই করার জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। সেখানে ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়নি। ফলে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই বিধিমালা ২০১১-এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। পরে আইন অনুযায়ী তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জানা যায়, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রী প্রার্থী খন্দকার আহসান হাবীব মনোনয়নপত্রে নির্বাচনী আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছিলেন। জমা দেওয়া ভোটারের স্বাক্ষরের মধ্যে ১০টি যাচাই-বাছাই করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ছয়জনের স্বাক্ষর মিল পাওয়া যায়নি। এ ছাড়া তিনি একজন মৃত ব্যক্তির (ভোটার) স্বাক্ষর দিয়েছেন।

খন্দকার আহসান হাবিব বলেন, ‘নির্বাচন আইনে কোথাও বলা নেই, স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের নাম দিতে হবে। তারপরও আমি পাঁচ হাজারের অধিক ভোটারের নাম জমা দিয়েছি। সেইখানে ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে বাড়িতে বাড়িতে যাওয়ায় ভোটাররা ভয় পেয়ে অস্বীকার করেছে। এ ছাড়া মৃত ভোটারের নামটা অনিচ্ছাকৃত। যেহেতু লোক দিয়ে কাজ করিয়েছি; সুতরাং এখানে একটু ভুল হয়েছে।’ 

অপর দিকে মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মেহেনিগার হোসেন মনোনয়নপত্রে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। জমা দেওয়া ভোটারের স্বাক্ষরের মধ্যে ১০টি যাচাই-বাছাই করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে একজনেরও স্বাক্ষর মিল পাওয়া যায়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭