Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নগরকান্দায় যুবক হত্যা, ৫ আসামি গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

নগরকান্দায় যুবক হত্যা, ৫ আসামি গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় ওবায়দুল কারিকরকে (২৪) হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে হত্যাকাণ্ডের পর মামলা হলে ওই রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওলাদ কারিকর, জাহাঙ্গীর কারিকর, রিয়াদ কারিকর, আহাদ কারিকর ও রাব্বি কারিকর। তাঁরা সবাই নিহত ওবায়দুল কারিকরের চাচাতো ভাই।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ঘটনার পরপরই গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা সদর এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। নিহতের চাচা সিরাজ কারিকরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গতকাল বিকেলে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে সুন্নতে খতনা অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজ কারিকর ভাতিজা ওবায়দুরের মাথায় রামদা দিয়ে কোপ দেন। তাতে ওবায়দুর নিহত হন। এ ব্যাপারে রাতেই ওবায়দুল কারিকরের স্ত্রী ফুলমতি বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন।

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে