ঈদের বাকি আর মাত্র এক দিন। তাই প্রয়োজনীয় কেনাকাটা করতে শেষ মুহূর্তে রাজধানীর বিভিন্ন মার্কেটে ভিড় করছেন নগরবাসী। কেউ পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে কিনছেন জুতা, আবার কেউ ভিড় করছেন জামা-কাপড় কিংবা টুপির দোকানে। অনেকেই বাড়ি ফেরার পথে কিনে নিচ্ছেন প্রিয়জনের জন্য উপহার।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তান, ফুলবাড়িয়া, বঙ্গবাজার, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড এলাকার ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সুপার মার্কেট, সিটি প্লাজা মার্কেট, বঙ্গবাজার, এনেক্সকো টাওয়ার, গাউছিয়া সুপার মার্কেট, চন্দ্রিমা মার্কেট, নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকা, ধানমন্ডি হকার্স মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শেষ মুহূর্তে জমে উঠেছে টুপি ও জুতার দোকানগুলো। গুলিস্তানের দুই পাশের রাস্তায় সারিবদ্ধভাবে বসেছে জুতার দোকান। এসব দোকান থেকে পছন্দমতো জুতা কিনছে মানুষ। দোহারে বাড়ি ফেরার আগে গুলিস্তান থেকে জুতা কিনেছেন আলিম মাহমুদ। তিনি বলেন, ‘আগে সব শপিং করেছি, তখন জুতা পছন্দ হয় নাই। এখন শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার আগে জুতা কিনে নিয়ে যাচ্ছে।’
বঙ্গবাজারে প্যান্ট কিনতে এসেছেন সুরুজ আলী। তিনি জানান, আজ কেনাকাটা শেষে বাড়ির উদ্দেশে রওনা দেবেন। সুরুজ আলী বলেন, ‘এখান থেকে সব সময় প্যান্ট কিনি। ছুটি না থাকায় আগে আসতে পারিনি। আজ ছুটি পেয়েছি, কেনাকাটা শেষ করেই বাড়ির উদ্দেশে রওনা দেব।’
বঙ্গবাজারের পাশে এনেক্সকো টাওয়ারেও শার্ট, লুঙ্গি, থ্রিপিসসহ বিভিন্ন কাপড় কিনতে দেখা গেছে। ক্রেতাদের ভিড় দেখা গেছে গাউছিয়া, চন্দ্রিমা, ধানমন্ডি হকার্স, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায়। এসব মার্কেটে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। দনিয়ার বাসিন্দা অনীক মাহমুদ খান নিউমার্কেটে মায়ের জন্য শাড়ি কিনতে এসেছেন। তিনি বলেন, ‘ঈদের শপিং আগেই করা হয়ে গেছে। মায়ের একটা পছন্দের শাড়ি ছিল, সেটা কিনতে এখানে এসেছি।’