হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে নববর্ষ ঘিরে নানা আয়োজন

শেখ জাবেরুল ইসলাম, গোপালগঞ্জ

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হলো বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা। করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার আয়োজন করা হয় দুই দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় এবার সাতক্ষীরা, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, মাদারীপুর ও গোপালগঞ্জসহ আশপাশ এলাকা থেকে ২৪টি ঘোড়া অংশ নেয়। 

কোটালীপাড়াসহ আশপাশ এলাকার লক্ষাধিক মানুষ এই আয়োজন দেখতে আসে। মঙ্গলবার ও বুধবার কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের ৩০০ একরের বিশাল চারণভূমিতে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এ গ্রামীণ অনুষ্ঠান। বুধবার সন্ধ্যায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় আয়োজনের। 

আওয়ামী লীগ নেতা ও কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এলাকার সাধারণ মানুষ উদ্‌যাপন করে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী এই আয়োজন। বিভিন্ন জেলা থেকে ঘোড় সওয়াররা এসে অংশ নেন প্রতিযোগিতায়। অংশগ্রহণকারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

বুধবার মেলা কমিটির সভাপতি যাদব চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কৃষ্ণপ্রসাদ মজুমদার, যুবলীগ নেতা অশোক কুমার বৈদ্য প্রমুখ।

অনুষ্ঠানে বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে বৈশাখী শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নড়াইলের সুজন মোল্লার ঘোড়া, দ্বিতীয় স্থানে ছিল মাগুরার মিজানুর রহমান এবং তৃতীয় স্থানে ছিল নড়াইলের লোহাগড়া উপজেলার রবিউলের ঘোড়া। তাদের প্রত্যেককেই বিভিন্ন আকারের এলইডি রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক ঘোড় সওয়ারকে নগদ ২ হাজার টাকা করে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

এদিকে গোপালগঞ্জে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা। বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জ বিসিক শিল্প নগরীতে আয়োজিত মেলা গতকাল বুধবার বিকেলে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক গৌরব দাস। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনারসহ অনেকে। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় কুটির শিল্পের বিভিন্ন পণ্যের স্টল বসেছে। মেলা দেখতে ও কেনাকাটা করতে অনেক দর্শনার্থী সেখানে ভিড় করছে। বৈশাখী মেলা চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। 

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল